ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন ২ নং দামোদর ইউনিয়নের শীতলাতলা সার্বজনীন পূজা মন্দির কমিটি কর্তৃক নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপনী দিনে সোমবার বেলা ১২ টায় পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন । এসময় মন্দির কমিটির সভাপতি বাবু দিপক বিশ্বাস ও সাধারণ সম্পাদক বাবু বিমল রায় এবং নাম যজ্ঞ কমিটির সভাপতি আকাশ পাইন কৃষ্ণ, সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র এর নিকট ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার, অভিজিৎ সেন, আকাশ সেন, অনন্ত রায়, দেব প্রয় হাজরা, গণেশচন্দ্র, বিশ্ব রায় প্রমূখ।নব নির্বাচিত ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন বলেন, আগামী ৫ বছর সততার সাথে এলাকার উন্নয়ন কর্মকাÐে আমি আপনাদের সাথে থাকবো। এজন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন।