শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে হেরোইনসহ নারী আটক

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৬-০৮ ০৫:১২:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সীমান্তবর্তী পদ্মার দূর্গম চরে র‌্যাবের হাতে ৪০০ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার টাকাসহ সহ শাহনাজ বেগম(৪৮) নামে এক নারী  আটক হয়েছে। সে কোদালকাঠি ভাটাপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শুক্রবার(৭জুন) রাত সাড়ে ৮টার দিকে তাকে নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া র‌্যাব ক্যাম্প সদস্যরা অভিযানটি পরিচালনা করে। র‌্যাব জানায়, ওই বাড়িতে মাদক কারবারিদের বিক্রির জন্য মাদক মজুদের খবরে  তাদের গতিবিধি নজরদারিতে রেখে অভিযান চালানো হয়। তবে  বাড়ি ঘেরাও করে অভিযানকালে আটক নারীর স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়।
র‌্যাব আরও জানায়, স্বামী-স্ত্রী দু’জনেই পারিবারিকভাবে মাদক ব্যবসায় জড়িত। তারা এলাকায় চিহ্নিত। তাদের বাড়ি দূর্গম এলাকায় হওয়ায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ হেরোইন,ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এলাকায় বিক্রি করে আসাছিল। এ বাপাওে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব। 

 


এ জাতীয় আরো খবর