চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা স্কাউটস সভাপতি একেএম গালিভ খান স্কাউটসের সম্মানজনক ‘মেডেল অব মেরিট এ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। গালিভ খান ২০১২ সাল থেকে স্কাউটিং-এ যুক্ত হন। এরপর থেকে তিনি স্কাউটিং কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন। চাঁপাইনবাবগঞ্জের শতভাগ স্কাউট দল রেজিষ্ট্রেশন ও সকল বিদ্যালয়কে স্কাউট পোষাক দেয়া সম্পন্ন হয় তারই আগ্রহে।
জেলা স্কাউটস সাধারণ সম্পাদক গোলাম রশিদ বলেন, জেলা প্রশাসক একজন সুদক্ষ স্কাউট সংগঠক। চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস কার্যক্রম সম্প্রসারণে অসামাণ্য অবদানের স্বীকৃতিস্বরুপ তাঁকে মেডেল অব মেরিট এ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ স্কাউটস। ৫২তম জাতীয় কাউন্সিল সাধারণ সভায় গালিভ খানকে এওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত হয়।