চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে গত ৮মে চাঁপাইনবাবগঞ্জের নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী ৩২ জন প্রার্থীর মধ্যে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের এবারের নিয়মানুযায়ী প্রদত্ত ভোটের শতকরা ১৫ ভাগ না পাওয়ায় ওই ৯ প্রার্থীর জামানত বাতিল হয়।
গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন ১৫ প্রার্থী। চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে দুজন জামানত খুইয়েছেন। এরা হলেন মাহফুজা খাতুন(১,৩৬৫ ভোট) ও হালিমা খাতুন(২,৬৫৪)। এখানে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৫জন। জামানত হারিয়েয়েছেন দুজন। এরা হলেন নজরুল ইসলাম((১২,৯৫২) ও মাসুদ পারভেজ(৫,৬৩২)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৬ জন। জামানত খুইয়েছেন দুজন। এরা হলেন-জোহনা খাতুন(৪,৯৭৪) ও শামীমা বেগম(৯,৯৫৯)। এখানে প্রদত্ত ভোটের হার ৩৮.৭১ শতাংশ। ভোটার ছিলেন ২,২৬,০৩০ জন ও প্রদত্ত ভোট সংখা ৮৭,৫০৭।
নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। এখানে চেয়ারম্যান পদে দুজন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনের কারও জামানত বাজেয়াপ্ত হয় নি। এখানে প্রদত্ত ভোটের শতকরা হার ৩৭.০৩। ভোটার চিলেন ১,২৫,০৭৬ জনও ভোট দেন ৪৬,৩১৭ জন।
ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন ১০ জন। চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর ৩ জন জামানত হারিয়েছেন। এরা হলেন শরিফুল ইসলাম(৪,৮৪৯), বাবর আলী (৫,৫২৪) ও আব্দুল গাফফার(১,৬৩১)। ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর কেউ জামানত হারাননি। এখানে ভোট পড়েছে শতকরা ৪২.৯৮ ভাগ। ভোটার ছিলেন ৮৬,২২৯ জন। প্রদত্ত ভোট সংখ্যা ৩৭,০৬৪।
এই ৩ উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ৪ লক্ষ ৩৭ হাজার ৩৩৫ জন। ভোট দিয়েছেন ১,৭০,৮৮৮ জন । ভোট প্রদানের হার শতকরা ৩৯.০৭ ভাগ।