শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

ফেসবুকে ফেক আইডি খুলে অশ্লীল ছবি পোস্ট : গ্রেফতার ৩ আসামীকে জেল হাজতে প্রেরন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৫-০৮ ০৯:৫৭:০৬
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুলের নামে ফেসবুকে ফেক আইডি খুলে অশ্লীল ও কুরুচিপর্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে ৩ জনে গ্রেফতার করেছে খানজাহান আলী থানা পুলিশ। এর ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেন । থানায় দায়েরকৃত ডায়েরী সুত্রে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো যশোরের অভয়নগর থানার সিদ্ধিপাশা গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে মোঃ নাঈম সরদার, নাসিম সরদার ও আব্দুর রশিদ। তিনজনই একই পরিবারের সদস্য। এ ঘটনায় তথ্য-প্রযুক্তি ও পর্নগ্রাফি আইনে মামলা হয়েছে। এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনর্চাজ মোঃ হাফিজুর রহমান বলেন, তথ্য-প্রযুক্তি ও পর্নগ্রাফি মামলায় আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইসতিয়াক আহমেদ বলেন এ ঘটনার মুল রহস্য উদঘাটনের জন্য যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান । খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান নাছরিন সুলতানার বিরুদ্ধে অন্তঃস্বত্ত্বা গৃহবধুর গর্ভের সন্তার নষ্ট ও লুটপাটের অভিযোগ # কারাবরণ করলেও কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ ষ্টাফ রিপোর্টার ঃ খুলনা কৃর্ষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান নাছরিন সুলতানা নিপা বিরুদ্ধে গৃহবধু অন্তঃস্বত্ত্বার পেটে লাথি মেরে গর্ভের বাচ্চা নষ্ট করা, রক্তাক্ত জখম এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিজ্ঞ আদালতে মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি বাদী হয়ে মামলা করেছে( সি.আর-৭২/২৩(দৌলতপুর)। মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শেষে প্রতিবেদন আদালতে প্রেরণ করেছে। পিবিআই কর্তৃক মামলার তদন্তে নাছরিন সুলতানা নিপার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্যানালকোর্ড ১৮৬০ এর ৪৪৮/৩২৩/৩০৭/৩১৩/৫০৬ ধারা মতে অপরাধ আমলে গ্রহন করে আদালত। আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের পর বিজ্ঞ আদালত নাছরিন সুলতানা নিপার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গত ২০ মার্চ নাছরিন সুলতানা নিপা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, রুমা খন্দকার মুন্নির মহেশ^রপাশা বাড়ীতে গত বছরের ১১ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টায় পুর্বশত্রুতার জেরে খুলনা কৃর্ষি ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান নাছরিন সুলতানা নিপা খোকন ফকির সহ অজ্ঞাতনামারা হামলা চালিয়ে রুমা খন্দকার মুন্নিকে মারধর এবং গর্ভের সন্তানকে নষ্ট করতে ধারালো ছুরি নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় প্রতিবেশী অন্তৎস্বত্ত্বা লিপি ঠেকাতে আসলে নাছরিন সুলতানা নিপা লিপির পেটে লাথি মারে। তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়া সময় রুমা খন্দকার মুন্নির ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা, স্বর্ণের দশ আনা ওজনের একটি চেইন এবং একটি দামী মোবাইল ফোন নিয়ে যায়। এ বিষয়ে রুমা খন্দকার মুন্নি বাদী হয়ে নাছরিন সুলতানা নিপাসহ চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের নামে বিজ্ঞ আদালতে ৩২৩/৩২৪/৩২৫/৩১৩/৪৪৮/৩৭৯/৫০৬ ধারায় মামলা করেন (যার সি আর নং-৭৩/২৩)। আদালত মামলাটি দতন্তের জন্য পিবিআই খুলনাকে হস্তান্তর করে। পিবিআই তদন্তে নাছরিন সুলতানা নিপার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় আসামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। আদালত গত ২০ মার্চ উভয় পক্ষের শুনানী শেষে নাছরিন সুলতানাকে জেলহাজতে প্রেরণ করেন। নাছরিন সুলতানা নিপা দীর্ঘদিন তার কর্মস্থলে অনুপস্থিত থাকায় এ বিষয়টি প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অবহিত করতে একাধিক বার রেজিস্ট্রি ডাক প্রেরণ করা হলেও অধ্যক্ষ তা গ্রহণ না করার অভিযোগ করেছে বাদী পক্ষের উকিল। এ বিষয়ে খুলনা কৃর্ষি ইনস্টিউটের অধ্যক্ষ বরাবর রেজিস্ট্রি ডাকে একাধিক পত্র প্রেরণ করলেও অজ্ঞাতকারণে পত্রটি রিসিভ করেনি। এদিকে নাছরিন সুলতানা নিপা কারাগারে থাকার কারণে দীর্ঘদিন তার কর্মস্থল খুলনা কৃর্ষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করা এবং রেজিস্ট্রি ডাক গ্রহণ না করায় অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ চাকুরীর বিধি অনুসর না করে অমান্য করার অভিযোগ করেছে বাদী পক্ষের উকিল এ্যাডভোকেট জাকির উদ্দিন আহমেদ লিটন। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ নুুরুল ইসলাম বিষয়টি এড়িয়ে যান। তবে কি কারণে বিভিন্ন সময়ে আসা ডাক তার দপ্তর গ্রহণ করছে সে ব্যাপারে তিনি কোন উত্তর দেন নাই।

এ জাতীয় আরো খবর