শুভ জন্মদিন ফরিদুর রেজা সাগর
- এ কে আজাদ
-
২০২৪-০২-২২ ১৮:০৫:৫৬
- Print
ফরিদুর রেজা সাগর একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস, তরুন প্রজন্মের "আইকন"। তিনি, তৈরি করেছেন বহু শিল্পী, কলাকুশলী, নির্মাতা ও সংবাদকর্মী। বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রায় তাঁর রয়েছে অনন্য অবদান। "মিডিয়া মোগল" হিসেবে খ্যাত
ফরিদুর রেজা সাগরের স্নেহের পরশে ও পৃষ্ঠপোষকতায়, অনেক স্বপ্নচারী তরুণের চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন পূরণ হয়েছে। তাঁর পৃষ্ঠপোষকতায় আমাদের চলচ্চিত্র, টেলিভিশন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও সকল গণমাধ্যম আরো সমৃদ্ধ হবে, এগিয়ে যাবে আগামীর পথে, এই প্রত্যাশা আমাদের সকলের।
ব্যক্তিজীবনে অত্যন্ত সত, ন্যায়পরায়ণ, ধার্মিক ও এক মহৎপ্রাণ মানুষ তিনি। সাদা মনের ভালো মানুষ হিসেবে সুপরিচিত ফরিদুর রেজা সাগর ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি, ঢাকায় জন্মগ্রহণ করেন। আজ ২২ ফেব্রুয়ারি, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও কিংবদন্তী গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ৬৯তম জন্মদিন।
শুভ জন্মদিনে তাঁকে অন্তহীন শুভেচ্ছা।
শুভ হোক ফরিদুর রেজা সাগর আপনার জন্মদিন। জীবনের প্রতিটি দিন হোক-বিজয়ের আনন্দের সমন্বয়ে আনন্দময় এবং সাফল্যময়। সুস্থশরীরে আপনি দীর্ঘজীবী হউন, শ্রদ্ধাভাজন সুপ্রিয়জন- আপনার জন্মদিনে আজ এই প্রার্থণা করছি।