রবিবার, মার্চ ১৬, ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৯ ২২:৫৪:৪৯

আজ বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি।
সন্ধ্যায় রাজধানীর তোপখানাস্থ দলীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার এই তালিকা ঘোষণা করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেয়া হবে। ফাঁকা মাঠে আওয়ামী লীগকে গোল দিতে না দেয়ার জন্যই নির্বাচনে আসা।
তিনি আরও জানান, যথাসময়ে নির্বাচন চান তারা, নির্বাচান পেছানোর কোনো দাবি নেই। তবে নির্বাচন কমিশন যদি সব দলকে আনতে নির্বাচন পেছান তাহলে তাদের দল থেকে কোনো আপত্তি থাকবে না বলেও জানান দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার।


এ জাতীয় আরো খবর