বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

প্র দী প গু প্ত

  • শেখা
  • ২০২৫-১১-০৪ ২২:৫২:২৫

চুপ করে থাকি
ভালো লাগে আজকাল
স্থবিরতা
শিশির জমে আছে বুকে
ওরাও চুপ করে আছে
জানিনা
ওদেরও ভালো লাগে কিনা
স্থবিরতা
 
শিউলিরা আর ঝরে পড়ে না
পদ্মপাতাগুলো কারা এসে যেন
মুড়ে রেখে যায়
রোজ
ওরাও
চুপ করে আছে
থাকে
ওরাও 

সব চুপ করে থাকা মানেই যে
ফের প্রচন্ড হয়ে ওঠার প্রস্তুতি
সেটা জেনেও ওরা কথা বলে
বলে চলে অনর্গল 
মানুষের ভাষা কেড়ে নিয়ে, বলে
মানুষের জাত - ধর্ম - অধিকার
কেড়ে নিয়ে 
ফুলের ভাষা কেড়ে নিয়েও, 
বলে শিশিরেরও ভাষা কেড়ে

তুমি কি কুয়াশার বুকে আগুন দেখেছো
ভালো করে দেখো
দেখতে পাবে
আগুন
চুপ করে শুয়ে থাকা শিশিরের বুকে

আজ নাহয় আগামীকাল
জ্বলবে -- জ্বলবেই

একমাত্র আগুনই আগুনকে ছাড়িয়ে যেতে জানে
যদিও জানি শেষ পর্যন্ত স্থবিরতা বলে কিছু নেই
আছে জ্বলে ওঠা শুধু।


এ জাতীয় আরো খবর