বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

চাঁপাইনবাবঞ্জ সরকারি কলেজে ছাত্র শিবিরের নবীনবরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০৩ ২১:১৫:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃহত্তম বিদ্যাপীঠ জেলা শহরের  নবাবগঞ্জ সরকারি কলেজে নবীণ শিক্ষার্থীদের নিয়ে নবীণ বরণ অনুষ্ঠান অনুর্ষ্ঠিত হয়েছে। সোমবার(৩ নভেম্বর) সকালে কলেজ শাখা ছাত্র শিবিরের আয়োজনে শহরের শহিদ সাটু হল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহর শাখা র্শিবির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও  শহর শাখা সাধারণ সম্পাদক ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি,নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এইচ এম মুসা ও রাকসু’র নবনির্বাচিত ভিপি মুস্তাকুর রহমান জাহিদ।
অতির্থিরা নবীন শিক্ষার্থীদের প্রতি শুধু ভাল ফলাফর নয় বরং আদর্শ চরিত্র গঠনের প্রতিও যতœবান হবার আহব্বান জানান। দেশের উন্নয়ন ও সমাজে ন্যয় প্রতিষ্ঠায় তরুনদের গঠনমুলক ভূমিকা রাখার আহব্বান জানান বক্তরা। 


এ জাতীয় আরো খবর