শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

রা জি য়া আ ক্তা র প পি

  • শালিক ও ঘুঁটে কুড়ানি
  • ২০২৫-০৪-১৫ ১৬:০১:১১

মাঠের পরে মাঠ বেনামি খতিয়ানে,
নগরায়নের ছোঁয়ায় ধানের ক্ষেতে বহুতল ভবন।
স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল,
অধিকার চাই অধিকার।
 
সবই হয়,অধিকার ফিরে আসে,
আসে অত্যাচারিতের সুবিচার। 
শুধু বিচারের আশায় ঘুড়ে বেড়ায়, 
একঝাঁক ভাত শালিক আর এক ঘুঁটো কুড়ানি।

কেননা বিস্তৃত ফসলের মাঠে, আজ ফসল নেই, 
নেই গরু ছাগলের হাঁকডাক, 
শুধু  শালিকেরা ও ঘুঁটে কুড়ানি
খোলা ময়দানে ঘুরে বেড়ায় শুধু আহারের খোঁজে,

তার অধিকার আজ রূদ্ধ,বোবা কান্নায় জর্জরিত,
আজ তারা বিচারের কাঠগড়ায় দার করাবে কাকে?
সব কিছুর পরও তাঁরা থেকে যায় অন্য জগতে,
নিরবে, নিভৃতে, নির্বিচারে কেঁদে ওঠে বোবা মন।
সখ্যতা গড়ে ওঠে শালিক আর ঘুঁটে কুড়ানির।


এ জাতীয় আরো খবর