মহেশখালী কক্সবাজার ০৪ ফেব্রুয়ারী ২০২৫
মহেশখালীতে ফের দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান অসাধু ব্যবসায়ীদের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
০৪ ফেব্রুয়ারী(মঙ্গলবার) বিকালে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে- বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
এই সময় দোকানে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ০৩ টি মামলার মাধ্যমে ০৩ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেন।
পরে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রত্যেক পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে দেয়া, বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনা কমিটিকে নির্দেশ দেন মহেশখালী উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।
অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতায় ছিলেন-মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম ও আনসার সদস্য।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর রুপম কান্তি পাল,মহেশখালী উপজেলা ভূমি অফিসে নাজির মাঈনুলসহ সংশ্লিষ্ট জন।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।