বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

চাঁপাইনবাবঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা স্নান অনুষ্ঠিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-০৪ ২০:৪৩:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার পদ্মা’র শাখা পাগলা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা¯œান অনুষ্ঠিত হয়েছে। এটি মাঘী বান্নী গঙ্গা¯œান  নামেও পরিচিত। মঙ্গলবার(৪ ফেব্রæয়ারী) সকাল থেকে শুরু করে দিনব্যাপী শিবগঞ্জ পৌর এলাকা ঘেঁষা তর্তিপুর মহাশ্মশান ঘাটে  অনুষ্ঠিত ¯œানে অংশ নেন জেলার প্রায় সব এলাকা সহ বিভিন্ন জেলা থেকে  দু’দিন ধরে  বিভিন্ন যানবাহনে আসা আসা ধর্মপ্রাণ হিন্দুরা। পৌরনিক জাহ্নমুনির আশ্রমের কাছে চান্দ্র মাসের হিসেবে প্রকিবছরই  সাধারণত: মাঘ মাসে এই ¯œান অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা সহ নানা ধর্মীয় আচারে দিনটি পালন করেন ভক্তরা। নদীতে বিসর্জন দেন প্রিয়জনের দেহভষ্ম। পামোচন ও পূণ্যলাভের জন্য প্রার্থনা করেন। অকল্যাণ দূরের  প্রার্থনা করেন। তর্তিপুর  হিন্দুদের  বিশেষত: রাজশাহী বিভাগের হিন্দুরের একটি তীর্থস্থান। পবিত্র ভূমি। মহাশ্মশান কমিটি সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী বলেন, এ বছর প্রায় লক্ষ ভক্তের সমাগম হয়েছে। ঘাটে অনুষ্ঠিত হচ্ছে কীর্তন। তর্তিপূর এখন হিন্দুদের মিলনমেলা।  
 ¯œানে আগত ভক্তরা  মাটির ঘড়ায় বা বিভিন্ন পাত্রে করে জল নিয়ে যাচ্ছেন যা তাদের সারা বছর ধর্মীয় কাজে লাগবে।  ¯œান করতে আসা  শিবগঞ্জেরই  ৯০ বছর বয়সী শান্তি দেবী বলেন, এই  দিনটি পবিত্র। আমদেও পূর্বপরুষরা বহ যুগ থেকেই এই ¯œান করেন। আমরাও করছি। গঙ্গা জল পবিত্র। সারা বছর পুজোয় কাজে লাগবে।  এদিকে ¯œানকে কেন্দ্র করে  ঘাটের ওপরে বসেছে গ্রামীন মেলা। ঐতিহ্যবাহী খাবার, মনোহারি, কাঠের,বাঁশ, বেত ও লোহার আসবাবপত্র,বিভিন্ন সামগ্রী,প্রসাধনী,খেলনা অনেক কিছুই বিক্রি হচ্ছে। মেলায় সব ধর্মের, বিভিন্ন বয়সী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আসছেন। মেলা কয়েকদিন চলবে।  এলাকায়  নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, শান্তিপূর্ণ ও চমৎকার পরিবেশে হাজার হাজার মানুষ ¯œানে অংশ নিয়েছেন। 


এ জাতীয় আরো খবর