বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

পা র মি তা চ্যা টা র্জী

  • শুধু তোমার আমার
  • ২০২৫-০২-০৪ ১১:১৩:১৩

তুমি আসবে নাকি বসন্তের 
এই নিবিড় হাওয়ার দোলে
জীবনের প্রাঙ্গণে একটু হাসি
একটু খুশীর ছোঁয়ায়
একটু না হয় লাগল দোলা
দুজনের মনের কোণে
অলস মনটা উঠল নেচে
ফাগুন রঙের রঙিন পলাশ বনে
কত কথা বলব বলে আছি বসে
নীরব জানলা খুলে
আজকে না হয় এলে তুমি
মনের জানলা খুলে
কোকিল ডাকা ভোরে
শিশির ভেজা ঘাসে ভিজে
আমরা চলি দুজনে
কতদিনের নাবলা কথা 
বলে যাই নিভৃতে
থাকবে তারা নীরব কোণে কোণে
শুধু-- তোমার আমার
মনের কুঞ্জ বনে একটু অভিমানে

 


এ জাতীয় আরো খবর