বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

খানজাহান আলী প্রিমিয়ার লীগে শিরোমনি ফাইটার্স এর জয়লাভ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-০২ ২০:০৬:৩৫

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ  ঃ স্বৈরাচার পতন ও জুলাই গনঅভ্যুথানের শহীদদের স্মরনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে নব দিগন্ত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব খানজাহান আলী প্রিমিয়ার লীগ (কে,পি,এল -২০২৫) এর গ্রপ পর্বের ৮ম ম্যাচ শিরোমনি ফাইটার্স  বনাম হ্যান্টার এর মধ্যে অনুষ্ঠিত হয়। শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায়  টসে জিতে শিরোমনি ফাইটার্স ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯  উইকেট হারিয়ে ১৬৭ রান করে, জবাবে ব্যাটে নেমে হ্যান্টার বয়েজ ১৭ ওভারে ৯৩ রানে অলআউট হয়। ৭৪ রানের  ব্যবধানে  শিরোমনি ফাইটার্স জয়লাভ করে। বিজয়ী দলের আইকন প্লেয়ার সুমন নাইম  ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে  ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে। 

 


এ জাতীয় আরো খবর