আব্বু খুব স্বাভাবিক ভাবে খাবার টেবিলে বসে খাচ্ছে।
বাসার সবাই ভীত, হতভম্ব, ও স্তব্ধ।
আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে তার খাওয়া দেখছি।
তা দেখে আব্বু বললো, তুমি কেন এত স্বাভাবিক?
আমি উত্তরে এতুটুকু বললাম,
আমার যা বিশ্বাস ছিল তাই হলো,
দেখেন চুপচাপ খাচ্ছেন খান,
কিন্তু বাইরে যাবেন না,
তা না হলে জীবিত মানুষজন
মৃত মানুষের জীবিত অবস্থা দেখে
মৃতপ্রায় হয়ে যাবে।
আব্বুর কি অট্টহাসি,
সেই অট্টহাসিতে আমার ঘুম ভেঙে গেলো।
স্বপ্নও অদ্ভুত, আসলেই বড্ড বেশি অদ্ভুত।