শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১২-০৬ ২২:১২:৪৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি লাভ করা,এ স্লোগানকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নে, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জাকের হোসেন,ঢাকাস্থ চরপার্বতী ফোরামের সভাপতি আতিকুর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মহি উদ্দিন, অফিস সম্পাদক গোলাম ফয়সাল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল জিয়া,সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল হাসেম,চরকাঁকড়া ইউনিয়ন  জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার বেলায়েত হোসেন,উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা শাহজাহান,ইসলামী ছাত্র শিবির কোম্পানীগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি ফয়সাল মাহমুদসহ চরপার্বতী ইউনিয়নের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের মেম্বারগণ।

 


এ জাতীয় আরো খবর