সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

পা র ভী ন সু ল তা না

  • একা
  • ২০২৪-১১-০৮ ২২:২৭:২৭

দুঃস্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে একা 
আমি শব্দহীন এবং বিষন্ন।
পা বাড়ালে রাজপ্রাসাদ 
প্রতীক্ষিত সিংহাসন ।
হাত বাড়ালেই ফুটন্ত গোলাপ 
ভালোবাসার অসংখ্য পাপড়ি মেলা 
অথচ ইচ্ছে হয়না পা বাড়াতে 
ইচ্ছে হয় না হাত বাড়াতে ।
দুঃস্বপ্নের দুয়ারে শুধু দাঁড়িয়ে থাকা 
যেন এ আমার জন্মগত অধিকার।

 


এ জাতীয় আরো খবর