মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

‘দেশের পাহাড়সম সমস্যার সমাধান করতে পারে একমাত্র নির্বাচিত সরকার’-সাবেক এমপি হারুন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-২১ ২১:২২:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে ৪ বারের নির্বাচিত বিএনপি এমপি হারুনুর রশীদ বলেছেন, দেশে বিগত ১৬ বছরে পাহাড়সম সমস্যা তৈরি করেছে বিগত সরকার। এর সমাধান করতে পারে একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকার। অন্তবর্তীকালীন সরকারকে কাজ করার জন্য সময় দিতে হবে। কিন্তু তাদের  ক্ষমতা অনির্দিষ্টকাল হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে তিনি যত দ্রত হয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
শনিবার (২১সেপ্টেম্বর) বিকেলে  চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়োমে জেলা যুবদল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুন এসব কথা বলেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে চরম অনিয়ম, দূর্নীতির জন্য আ’লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, তারা দেশ কে ধ্বংস করেছে। বিচার বিভাগসহ দেশের সকল প্রতিষ্ঠানতে কলুষিত করেছে। বহু অপসংস্কৃতি তারা চালু করেছে। বিএনপি নেতাকর্মীদের প্রতি ক্ষমাহীন অন্যয় করেছে। অগনিত খুন,গুম,মিথ্যা মামলার সাথে জড়িত ছিল বিগত সরকার। তাদের অবশ্যই বিচার করতে হবে। তিনি মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে আইনী সহায়তা দেবার জন্য বিএনপি সমর্থিত আইনজীবীদের প্রতি আহব্বান জানান। হারুন বলেন, যুবদল খালেদা জিয়া,তারেক জিয়া তথা বিএনপির অন্যতম মূল শক্তি। তাদের মাঠে থেকে গঠনমূলক ক্জা করতে হবে। অরাজকতা করলে চলবে না।
জেলা যুবদল আহব্ব্য়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে বৈষম্যহীন,নিরাপদ,মানবিক বাংলাদেশ গড়তে যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় মূল বক্তা ছিলেন জেলা আইনজীবী সমিতি সভাপতি সোলাইমান বিশু। বক্তব্য দেন  সদর উপজেলা পরিষদ সাাবেক চেয়ারম্যান তোসিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সহ সমগ্র জেলা থেকে আসা বিএনটি,যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। 


এ জাতীয় আরো খবর