সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

সা লে হা আ ক তা র

  • চলো পাখি হই
  • ২০২৪-০৯-০২ ২৩:০৪:২২

চলো আজ বিকেলে
ঝিলের জলে নৌকা ভাসাই
এই উদোম উতল হাওয়া
আমার মন কেমন করে।
চলো শাপলা তুলি জলে নামি
একটু না হয় হাবুডুবু খাই।
মাছরাঙার ঠোঁট কি লাল!
আনমনে পাখি কি ভাবে
চলো আমরাও আজ পাখি হই
নৌকা ভাসাই দূর দেশে।


এ জাতীয় আরো খবর