শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

মাধ্যমিকের সাফল্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-১২ ২৩:১৫:৩৪

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠে। কাঙ্খিত ফল অর্জনের আনন্দ সহপাঠীদের সাথে ভাগাভাগি করে নিতে সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে এসে ভিড় করে সবাই।
মাধ্যমিকের এই সাফল্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা। মা দিবসে সন্তানের এমন সুখবর পাওয়ায় খুশি অভিভাবকেরা। শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে আনন্দ-উল¬াসে মেতে ওঠেন শিক্ষকরাও। 
শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাস মাধ্যমিক পর্যায়ে ফল প্রকাশের পর। দীর্ঘ দশ বছরের অধ্যবসায় আর সাধনার পর এসএসসির ফল হাতে পেয়ে, আনন্দ-উল¬াসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
উৎকন্ঠা পেরিয়ে, প্রিয় বন্ধু, সহপাঠি ও শিক্ষকদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে সকাল থেকেই স্কুলপ্রাঙ্গণে ভীড় করতে থাকে শিক্ষার্থীরা। ফল প্রকাশের পর, বাদ্য বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সবাই। 
শিক্ষার্থীরা জানান, সকলের সহযোগিতায় ভালো ফল করা সম্ভব হয়েছে। এখন অপেক্ষা, উচ্চ মাধ্যমিক পর্যায়েও ভাল কিছু করার। 
সন্তানের সাফল্যে হাসি ফুটেছে অভিভাবকদের মুখেও। সকল কষ্ট সার্থক হয়েছে, এমনটাই মনে করছেন তারা। 
প্রতিষ্ঠানের ভালো ফলাফলে গর্বিত শিক্ষকরা। তবে যে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ না করতে পারেনি, সেসব বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কিছুটা কষ্টও রয়েছে। 
মাধ্যমিক পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এখন সামনে এগুনোর লক্ষ্য শিক্ষার্থীদের।


এ জাতীয় আরো খবর