চাঁপাইনবাবগঞ্জ ২য় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০৫-০৬ ০০:০৮:৩৩
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রোববার(৫মে) সকালে ডা.আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় রহনপুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে কানসাট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে স্টেডিয়াম হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গৌরী চন্দ সীতু। অতিরিক্ত সাধারণ সম্পাদক এম.কোরাইশী মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান,নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু,সালামত হোসেন,ফানিসুর রহমান, ফরিদ সায়েম, মো: রিজন সহ অনান্যরা।
সমাপনী ম্যাচে কানসাট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২০ রান। জবাবে রহনপুর রহনপুর ক্রিকেট ক্লাব ১৬ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১২১ রান করে জয় ছিনিয়ে নেয়। লীগে জেলার ১২টি দল অংশ নেয়।