বুধবার ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রাবোও সুবিয়ান্তোর নাম ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বড় আকারের জালিয়াতির অভিযোগে দুই প্রতিদ্বন্দ্বীর করা চ্যালেঞ্জ আদালত প্রত্যাখ্যান করার পর প্রাবোও-এর নাম ঘোষণা করা হয়।
৭২ বছর বয়সী প্রাবোও সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী। বিদায়ী নেতা জোকো উইদোদোর কাছ থেকে আগামী অক্টোবরে দায়িত্ব নেবেন তিনি।
১৪ই ফেব্রুয়ারি এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রবোও প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন।
ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থী যদি প্রথম দফায় ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারে, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। এক্ষেত্রে সুবিয়ান্তো তা এড়াতে পেরেছেন।
কিন্তু সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী অ্যানিস বাসওয়েদান এবং গঞ্জার প্রনোউ এই নির্বাচনের ফলাফল বর্জন করে। তারা নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ তুলে অনুষ্ঠিত ভোট ফের অনুষ্ঠানের আহ্বান জানায়।