শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

কোম্পানীগঞ্জের আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও দোয়ার মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-১১ ১৫:১৮:৫৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের
আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টার সময় আছিয়া কারম্যান বালিকা উচ্চ  বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: হুমায়ুন কবির শাহাজাদার সভাপতিত্বে ও
কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক,আছিয়া কারম্যান বালিকা উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শহীদ উল্যাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় ও দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী শাহ আজিজুর রহমান, চরপার্বতী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চর পার্বতী ইউনিয়ন পরিষদের মেম্বার এনামুল হক হকসাব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মু: ওমর ফারুক,আছিয়া কারম্যান বালিকা উচ্চ  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার, সিনিয়র শিক্ষক বাবু পরেশ মজুমদার, জোতিষ নমিতা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০২৩ সালের এস এস সি পরীক্ষায় কোম্পানীগঞ্জ উপজেলায় ১ম স্থান অর্জনকারীর পিতা বাবু রিপন মজুমদার,আছিয়া কারম্যান বালিকা উচ্চ  বিদ্যালয়ের শিক্ষক মো: ছানা উল্যাহ,স্বপনা রানী সরকার।
উপস্থিত ছিলেন আছিয়া কারম্যান বালিকা উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ চন্দ্র রায়,মসফিকুর রহমান,মঞ্জুরুল আহছান খাঁন,তাপসী মজুমদারর,নাজমুন নাহার,বিবি কুলছুম আঁখি মজুমদার প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর