মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

ভারতের সিন্দুরা একাডেমি অব কালচারের ৫ সদস্যের বাংলাদেশ ভ্রমন

  • শৌল বৈরাগী
  • ২০২৩-০৯-১৭ ১২:১৭:০৩
ভারতের কলকাতা কেন্দ্রিক সিন্দুরা একাডেমি অব কালচারের ৫ নারী সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশের টুঙ্গিপাড়া, পদ্মা সেতু, কবি নজরুল ইসলাম’র সমাধিস্থল ঘুরে ঢাকাস্থ ডরপ হোম এ তাদের নিমিত্তে সম্বর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। ৩০ আগষ্ট, ২০২৩ সিন্দুরার প্রতিষ্ঠাতা ও সম্পাদিকা সোনালী গাঙ্গুলীর নেতৃত্বে মণিদীপা গাঙ্গুলী-সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী দেবনিষ্ঠা জানা, সুমিতা সাহা, অধ্যাপিকা পূবালী ঘোষ, কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতার জন্মস্থান ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই দিনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ও ডরপ বাস্তবায়ন সহযোগিতায় বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার ‘স্বপ্ন মা’ নন্দিতার বাড়ীতে ‘মা সংসদে’ অর্থনৈতিক মুক্তি-ধাপের আলাপচারিতায় অভিভূত হন। নাড়–, পিঠা, কলার আতিথিয়েতা, মাছ পুকুরে খাবার দেয়া, ক্ষেতে তরিতরকারি, হাঁস মুরগী, পরিকল্পিত পরিবারসহ পর্যালোচনায় এক নতুন বাংলাদেশ খুঁজে পাওয়ার অনভূতি জানান। ব্যস্ততম ৩ ঘন্টা সময় নিজেদেরকে হারিয়ে স্বহস্তে মন্তব্যে যা লিখে যানঃ ‘‘সিন্ধুরা একাডেমী অফ কালচারের পক্ষ থেকে স্বপ্ন মায়েদের প্রতি এবং তাঁদের সন্তান সন্ততির প্রতি রইল অকুন্ঠ ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ ৩০/০৮/২০২৩ দে আমরা এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া স্বপ্ন মা’দের সাথে আলাপ হয়ে মুগ্ধ এবং আপ্লুত, তাঁদের সকল কর্মকান্ডকে যিনি প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে চলেছেন শ্রদ্ধেয় এএইচএম নোমান সাহেব তাঁর প্রতি রইল অসীম শ্রদ্ধা। একই সঙ্গে সামাজিক কর্মের সাথে তিনি যে কর্মযোগী হিসেবে মা’দের উন্নয়নের পথ দেখিয়ে চলেছেন তা সারা বিশে^র এক সফল নমুনা হিসেবে ইতিহাস তৈরী করুক এই কামনা রইল।’’ সম্পাদিকা সোনালী গাঙ্গুলী ও সাথীরা, সিন্ধুরা একাডেমী অফ কালচার। ৩০/০৮/২০২৩, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ। পদ্মার মাওয়া ঘাটে ইলিশ ভোজ না করেই পারলেন না। ৩১ আগষ্ট, ২০২৩ শোককে শক্তিতে রূপান্তরিত বহমানতার ভাবনায় র্ডপ হোম এ শিল্পীদের বাংলাদেশ ভারত কর্মসাথী ফোরাম (বিবিকেএসএফ) সম্বর্ধনার আয়োজন করে। ফোরামের ওয়ার্কিং কনভেনিং কমিটির চেয়ার ডঃ শঙ্কর কুমার স্যন্যাল দিল্লী গান্ধী আশ্রম থেকে টেলিফোনে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। সম্বর্ধনার প্রতিক্রিয়ায় টুঙ্গিপাড়ার নন্দিতা মন্ডল, ঝর্ণা বিশ^াস, অমিতা সেন, কনিকা মন্ডল দের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক মুক্তির কর্মকান্ডে উচ্ছ্বসিত এক নবধারা সৃষ্টির আন্তরিক প্রতিক্রিয়া বর্ণনা করেন। বাচিক শিল্পী ও ভূগোলের অধ্যাপিকা পূবালী ঘোষ সামগ্রিক পল্লী পর্যায়ে উন্নয়নের সঙ্গে শিক্ষা, বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রণের বোধ দেখে শিক্ষণীয় বলে মন্তব্য দেন। অনুষ্ঠানে শিল্পীরা সকলেই নজরুল গীতি পরিবেশন ও কবিতা আবৃতি করেন। ঢাকা থেকেও পূর্বাপর সম্পাদক হাসান মাহমুদসহ অনেকে গল্প, গান ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিন্দুরা একাডেমি’র পক্ষ থেকে র্ডপ’র প্রতিষ্ঠাতা ও সিইও মাতৃবন্ধু এএইচএম নোমান কে মাতৃবান্ধব সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানে বিবিকেএস ফোরামের নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যাংকার জনাব মোহাম্মদ নুরুল আমিন স্বাগতঃ ভাষণ ও সভাপতিত্ব করেন। সফল ইভেন্ট সমন্বয় করেন কিউরিয়াস অন লাইন টিভি’র প্রধান সম্পাদক জনাব খান মোহাম্মদ সালেক। স ালনা করেন ‘বৃহস্পতির আড্ডা’র কবি ও সাহিত্যিক রোকেয়া ইসলাম। বিদায় বেলায় কলকাতার শিল্পীরা তুলিতে লিখে যান, ‘‘র্ডপ এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় নোমান সাহেবের কর্মযজ্ঞ সচক্ষে পরিদর্শন করার সুযোগ হওয়ায় সমৃদ্ধ হলো সিন্ধুরা একাডেমী অফ কালচার। আপনার মাতৃ প্রকল্প, মাতৃ উন্নয়নের যে একনিষ্ঠ প্রচেষ্টা তা দিকে দিকে ছড়িয়ে পরুক, এই শুভকামনা জানাই। আপনার এই কর্মযজ্ঞের সঙ্গী হবার আপ্রাণ চেষ্টা করব।’’ সম্পাদিকা, সোনালী গাঙ্গুলী, ৩১/০৮/২০২৩, ঢাকা।

এ জাতীয় আরো খবর