সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

অ্যাথলেটিক বিলবাওয়ের মানবিক বার্তা: ফিলিস্তিনের পাশে দাঁড়াল স্প্যানিশ ক্লাব

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-০৫ ১১:১৯:২৬
ছবি: সংগৃহীত।

লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচকে ঘিরে এক অনন্য বার্তা ছড়িয়ে দিল স্পেনের ফুটবল ক্লাব অ্যাথলেটিক বিলবাও। শনিবার সান মামেস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে পুরো মাঠজুড়ে জ্বলে ওঠে মানবিকতার প্রতীকী আহ্বান— “Stop the Genocide”।
ম্যাচের আগে ক্লাবটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তাদের এই উদ্যোগের উদ্দেশ্য হলো ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং চলমান হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানানো। ক্লাবটি জানায়, “সান মামেসের স্কোরবোর্ডে স্পষ্টভাবে প্রদর্শিত হবে বার্তা— ‘অ্যাথলেটিক ফিলিস্তিনের পাশে আছে, গণহত্যা বন্ধ করো।’”
মায়োর্কা বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত বিশেষ সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন ফিলিস্তিন নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দলের সহপ্রতিষ্ঠাতা হানি থালজিয়েহ, যিনি ক্লাবটির ১২৫ বছর পূর্তি উদযাপনের দূত হিসেবেও যুক্ত। উপস্থিত ছিলেন বাস্ক অঞ্চলে বসবাসরত ১১ জন ফিলিস্তিনি শরণার্থী এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNRWA)-এর প্রতিনিধিরাও।
অ্যাথলেটিক কর্তৃপক্ষ আগেই সমর্থকদের আহ্বান জানিয়েছিল অতিথিদের প্রতি শ্রদ্ধা জানাতে করতালিতে অংশ নিতে। সমর্থকরাও সেই আহ্বান মেনে একাত্মতা প্রকাশ করেন।
ফুটবল বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ফুটবলে অ্যাথলেটিক বিলবাওয়ের এই পদক্ষেপ মানবিক অবস্থানের এক সাহসী উদাহরণ, যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে তারা স্পষ্টভাবে ন্যায় ও মানবতার পক্ষে অবস্থান নিয়েছে।

কীওয়ার্ডস:
অ্যাথলেটিক বিলবাও, ফিলিস্তিন সংহতি, লা লিগা সংবাদ, হানি থালজিয়েহ, স্টপ দ্য জেনোসাইড


এ জাতীয় আরো খবর