সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

শারদীয় দুর্গাপূজায় সারাদেশে আনসার-ভিডিপির সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-২৯ ০৯:৪৬:০৮
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন সারাদেশের ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন। পূজামণ্ডপগুলোকে নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় তিন ভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে— অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ। এর মধ্যে শুধু অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপেই প্রতিটিতে আটজন করে সদস্য নিয়োজিত আছেন।
এবারের নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর উদ্যোগও। ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহার করে মোতায়েনকৃত সদস্যরা তাৎক্ষণিকভাবে যেকোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য শেয়ার করছেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের আনসার কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে সরাসরি পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
একই সঙ্গে সারা দেশে ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন আছে, যারা নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
আনসার-ভিডিপি জানায়, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জনগণবান্ধব মনোভাব নিয়ে সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পূজার সময় সর্বস্তরের মানুষ নিরাপদ পরিবেশে উৎসব উপভোগ করতে পারেন।

কীওয়ার্ডসঃদুর্গাপূজা নিরাপত্তা,আনসার ভিডিপি,শারদীয় উৎসব,পূজামণ্ডপ নিরাপত্তা,সুরক্ষা অ্যাপস


এ জাতীয় আরো খবর