মুক্তি পেয়েছে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা অবলম্বনে নির্মিত তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’। মঙ্গলবার (১৫ই আগস্ট) তথ্যচিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট বানিয়েছে তথ্যচিত্রটি। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি অন্যান্য প্ল্যাটফর্মে তথ্যচিত্রটি দেখা যাচ্ছে। এতে অভিনয় করেছেন- মিশা গ্লেনি, মিক্কো হিপ্পোনেন, কৃষ্ণা দাস, রাকেশ আস্তানা এবং রাফাল রহোজিনস্কিসহ আরও অনেকে।
‘বিলিয়ন ডলার হেইস্ট’ শীর্ষক এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ২০১৬ সালের সেই আলোচিত চুরির আদ্যোপান্ত।
উল্লেখ্য, ২০১৬ সালের চৌঠা ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সেই টাকা রক্ষিত ছিল। সেখান থেকে টাকা চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়। যদিও পরে ওই টাকার কিছু অংশ ফেরত পাওয়া সম্ভব হয়। তবে পুরো টাকা এখনো ফেরত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশের হ্যাকাররা এই চুরির সাথে জড়িত।