সময়ের আলোচিত ও নন্দিত এক শিল্পীর নাম বিদিশা দেওয়ানজী। তাঁর ডাক নাম সোমা।
রবীন্দ্র নিমগ্নতায় সমসাময়িক আর সকলের চেয়ে তিনি সম্পূর্ণ স্বতন্ত্র। ঐশ্বর্যমণ্ডিত নিজস্ব স্বকীয়তায়। সরাসরি তিনি উপমহাদেশের রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী ড. রেজওয়ানা চৌধুরী বন্যার ছাত্রী।
দেশেবিদেশে রবীন্দ্রসূধা বিলিয়ে অর্জন করেছেন অসামান্য খ্যাতি ও ভুয়সী প্রশংসা। প্রকাশিত হয়েছে তাঁর একাধিক গানের এ্যালবাম। 'সুরের ধারা' এর সংগীতশিক্ষক হিসেবে রবীন্দ্রচর্চা করে চলেছেন নিরলস ভাবে।
জন্ম ১৫ এপ্রিলের কোনো এক মাহেন্দ্রক্ষণে চট্টগ্রামের অভিজাত দেওয়ানজী পরিবারে। মাতা দুই বাংলার জনপ্রিয় ও বিশিষ্ট সুলেখিকা এবং আড়ং এর ডিজাইনার অনুপা দেওয়ানজী। বড়বোন অকালপ্রয়াত নজরুলসংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা। তাঁর এক ভাই আছে নাম বাসব। স্বামী সৌগত সরকার হিল্লোল।
শিল্পী বিদিশা হলিক্রস হাই স্কুলের পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন।
একসময় কাজ করেছেন তিনি এক্সপ্রেশন লিমিটেড এ।
সপরিবারে যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী বিদিশা জড়িত আছেন স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে। ছড়িয়ে চলেছেন রবীন্দ্রদ্যূতি।
বিদিশার সামনের দিনগুলো হোক আরও সুন্দর আরও দেদীপ্যমান।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।