শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

নিসচা রাজশাহী জেলা শাখার পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

  • প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ
  • ২০২৫-০৪-১৫ ১৬:০৮:৫১

গতকাল বাংলা শুভ নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা, রাজশাহীর উদ্যোগে সন্ধ্যা ৭টায় নিসচা’র রাজশাহী জেলা শাখার রাজশাহী মহানগরীর কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু। সঙ্গীত পরিবেশন করেন নিসচা রাজশাহী জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মুন্সী আবুল কালাম আজাদ ও নিসচা রাজশাহী জেলা শাখার তরুন শিল্পীগণ। তবলা বাদক ছিলেন এলিস। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ। উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌ. জিয়াউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কার্যকরী সদস্য- ইউনুস আলী, সবুজ আলী, সদস্য- সুমন,আসমানী খাতুন আঁখি, আলী,  ইউনুস,পাঁপিয়া,সাহান আলী, আফ্রিদী,নয়ন,ইশতিয়াক, রাকা, আঁখি সাগর,শিমলা, সিঁথি, মাহি,বিন্তি,মাশরাফী, চন্দন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নিসচা সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ও চট্টগামের বিশিষ্ট সমাজসেবক আদিল। অনুষ্ঠান শেষে সকলকে নৈশভোজ করানো হয়।

 


এ জাতীয় আরো খবর