শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

কুয়েটের ১০১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৫-০৪-১৫ ০০:৫৭:০৯

তারিখ: ১৪ এপ্রিল ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরী) সিন্ডিকেট সভা আজ সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচ্যসূচির আলোকে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত ৯৮ তম (জরুরী) সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয় এবং তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট কতৃক গ্রহণ করা হয়। উক্ত  ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ (সাইত্রিশ) জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়। 
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম আগামী ০৪ মে ২০২৫ ইং তারিখ থেকে শুরু হবে এবং সকল আবাসিক হলসমূহ আগামী ০২ মে ২০২৫ ইং তারিখ থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।

 


এ জাতীয় আরো খবর