শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

শুভ জন্মদিন নন্দিত সংগীতশিল্পী চৈতী মুৎসুদ্দী

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১৪ ১৮:৩০:৫৫

চৈতী মুৎসুদ্দী এ সময়ের অত্যন্ত জনপ্রিয় ও নন্দিত সংগীতশিল্পী। তাঁর ডাক নাম লিজা। সুরই তাঁর ধ্যান জ্ঞান। প্রতিনিয়ত তিনি সুরের মূর্ছনায় মোহাবিষ্ট করে চলেছেন দর্শক শ্রোতাদের। 
চৈতী ২০০৯ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন। এ পর্যন্ত ১৫টিরও বেশি মিশ্র অ্যালবামে গেয়েছেন। একক অ্যালবামও প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি। নেপথ্য কন্ঠদান করেছেন চলচ্চিত্রেও। 
শিল্পী চৈতী রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক, হারানো দিনের গানসহ সবধরনের গানই করে থাকেন।  
চৈতী বাংলাদেশ বেতারের নিয়মিত নজরুলসংগীত শিল্পী। ছোটবেলায় উচ্চাঙ্গসংগীত শিখেছেন। তাঁর মা গান করতেন। মামার বাড়ির ও সবাই কমবেশি গানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই পারিবারিক আবহই চৈতীকে গান শিখতে সহযোগিতা করেছে। আসলে শিল্পচর্চার জন্য যে উৎসাহটা দরকার তা তিনি পেয়েছেন পুরোপুরি। 
অ্যালবামে তিনি গেয়েছেন আধুনিক গান। বিজ্ঞাপনের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছেন। প্রত্যেক সংগীতশিল্পীর মধ্যে এ ধরনের ভিন্নতা থাকা দরকার যা তাঁর মধ্যে বিরাজমান। 
বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি সকল টেলিভিশনেই নিয়মিত তিনি পারফরম্যান্স করে চলেছেন।   
জন্ম ১৪ এপ্রিল। চট্টগ্রাম থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন চৈতী। 
তাঁর সামনের অমসৃণ দিনগুলো হোক আরও মসৃণ আরও দেদীপ্যমান। অব্যাহত থাকুক তাঁর সুরের সাধনা। 
ফেসবুক পরিবারের পক্ষে চট্টলাকন্যার জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে। 
 


এ জাতীয় আরো খবর