দেওয়ান মাসুদা সুলতানা একাধারে একজন লেখিকা, প্রকাশক, সাংবাদিক এবং সমাজকর্মী।
জন্ম ১৪ এপ্রিল ১৯৮৫ সালে মানিকগঞ্জের এক শিক্ষিত পরিবারে।
মাসুদা ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন চার বছরের অধিক কাল ধরে।
দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন 'দৈনিক এশিয়া বাণী' পত্রিকার উপসম্পাদক হিসেবে।
সম্পাদক হিসেবে নিরলস কাজ করে চলেছেন 'নারীর অর্থনীতি' পত্রিকার।
সবকিছুকে ছাপিয়ে সামাজিক উন্নয়নে তার ভুমিকা ও অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
সেই স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে দেওয়ান মাসুদা 'গণবন্ধু সামাজিক সংস্থা বাংলাদেশ' এর সভাপতি হিসেবে প্রায় একযুগ ধরে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন অদ্যাবধি।
তিনি 'মা সেরা প্রকাশন' এর স্বত্বাধিকারী।
নগরজীবনের দৈনন্দিন কর্মব্যস্ততা ও সমাজকর্মের পাশাপাশি নিয়মিত কবিতাও লিখে থাকেন দেওয়ান মাসুদা। যা তার একটি সুন্দর মনের রুচিশীলতার পরিচয় বহন করে।
আজকের এই বিশেষ দিনটিতে সমাজ সচেতন ও নারীর অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ দেওয়ান মাসুদা সুলতানার জন্য রইল শুভ কামনা।