শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

শুভ জন্মদিন নারীনেত্রি রাজনীতিবিদ শিরীন আখতার

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১২ ২১:৫৭:৪৫

শিরীন আখতার আজন্ম যোদ্ধা,  প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক সাংসদ, সমাজসেবক।
দেশের প্রধানতম শ্রমিক ও নারী নেত্রী তিনি। একসময় ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি। বাঁক বদলের রাজনীতিতে পরবর্তীতে সরে এসেছেন সেই প্লাটফর্ম থেকে। 
এখন তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল 'জাসদ' এর সাধারণ সম্পাদক। 
জন্ম ১২ এপ্রিল ১৯৫৪ সালে ফেনী জেলায়। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সম্পন্ন করেছেন সমাজবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস ডিগ্রি। 
দেশের প্রগতিশীল চিন্তার ধারক শিরীন সবসময়ই থেকেছেন রাজপথে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের অগ্নি শপথ নিয়ে। আলাদা পরিচিতিও আছে তাঁর রাজনৈতিক অঙ্গনে অনলবর্ষী বাগ্মিতার জন্য।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 
 


এ জাতীয় আরো খবর