ভাষাসৈনিক ও প্রথিতযশা আইনজীবী ওসমান গনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন। ছিলেন ভাষা মতিনের সহযোগি। ১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠায় ভাঙেন ১৪৪ ধারা।
৫২'র মহান ভাষা আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে সকল ভাষা সৈনিক অংশ নিয়েছিলেন তাঁদের অন্যতম ছিলেন তিনি।
জন্ম ১৯৩০ সালের ৩১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামে।
পিতা আইয়ুব আলী এবং মাতা মৃত হাজেরা খাতুন।
নারায়নপুর থেকে প্রাইমারি ও দাদনচক হেমায়েত হাইস্কুল মাদ্রাসা থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন।
কয়েক মাস ভারতের বর্ধমান মেডিকেল স্কুলে এরপর আদিনা ফজলুল হক কলেজে ভর্তি হন এবং ১৯৫০ সালে হায়ার এডুকেশন পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী এই আইনজীবী ও ভাষা সৈনিক তাঁর জীবদ্দশায় পাননি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা সম্মাননা। যা আমাদের জন্য বড় লজ্জার।
বার্ধক্যজনিত কারণে ৮৯ বছর বয়সে ১৬ মার্চ ২০১৯ সালে মহাকালের ডাকে পাড়ি জমান তিনি অনন্তলোকে। শ্রদ্ধাঞ্জলি।