মুখ আমার- ও বেলাও বন্ধ ছিল,
এ বেলাও বন্ধ।
খুজে পাই না কোনো খানে
নিরুপম নিপূণ ছন্দ।
ধুলি ধুসর আকাশ ছিল তখন,
কালো মেঘের ছায়ায় ঢাকা এখন।
সময়ের সারথিরা আমায়
ফেলে গেলো ওই বেলা,
এ বেলায় আমার অমর ভাবনায়
কুড়াতে হয় তিক্ত অবহেলা।
হাঁটার পথ আমার মসৃণ হয় না বসন্তেও,
বর্ষায় তো কর্দমাক্ত পিচ্ছিল পথ-
ঝরঝর বৃষ্টি মেঘ দেখেনা কেও, ডুবন্তেও।
মরাবাঁচা সমান যার,
এ বেলা ও বেলায় কি আসে যায়
কী হবে বলে বারংবার।
কী হবে স্বপ্ন বুননে,
যে ভাবেই ভাবি ফলাফল শূন্য যে হয়
যোগ,বিয়োগ,ভাগ ও গুণনে।