চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপ্ইানবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ১৫ পিস ইয়াবা ও ৫০০ পিস নিষিদ্ধ টেনসুইন ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ দু’জন আটক হয়েছে। আটকরা হলেন শিবগঞ্জের পারদিলালপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মতিউর রহমান (৫০) ও মৃত আবু তালেবের ছেলে রাজীব আলী(৩৮)।
বিজিবি জানায়,বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকাল ৩টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৪/২ এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের মোসলেমপুর বাজার সড়কে সেতুর নিকট অভিযান চালানো হয়। অভিযানে ১৫ পিস ইয়াবা ও ৫০০ পিস নিষিদ্ধ টেনসুইন ট্যাবলেট সহ ওই দু’জন আটক হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির টহলদল অভিযান চালায়। অভিযানে আটক দু’জনকে জব্দ মালামালসহ শিবগঞ্জ থানয় মামলা দিয়ে সোপর্দ করা হবে।