জেগে ওঠো মাগো- মাতৃভূমি
হৃদয় নীড়ের সূর্য মশাল জননী জন্মভূমি
বীর নারী এক মহিয়সী তুমি বীরজায়া বীরমাতা
অনেক হয়েছে আর সয়ে যাওয়া
ঘুমিয়ে সময় নয়।
দেখো চারদিক ঘিরে শকুন শেয়াল বাক্ষসেরা
রক্ত লোলুপ শত হায়েনারা উন্মত্ত উল্লাসে
তোমার বুকেই তোমার খবর খুঁড়ছে-
খুঁড়েই চলেছে নিত্য প্রহর ধরে।
এবার জাগো - জেগে ওঠো
জেগে ওঠা কোটি সূর্য মশাল অগ্নি নিনাদে
অবাধ আকাশ - তারার আগুনে,
বছর শুরুর দহিত খরার বোশেখ নিশানে,
সূর্য তোরনে- অরুণ তোমার কোটি তরুণেরা
স্বদেশ প্রেমের মগ্ন হৃদয় - চির উন্নত শির।
তোমার মাটিতে তোমার ফসলে
সোনার ছেলেরা - শ্রেষ্ঠ বিবেক অটল নীতির,
সোনার চেয়েও খাঁটি সে তোমার
শত কোটি সন্তান।
দুহাতে তোমার দীপ্ত শপথ
তোমার মহান পতাকা বাহক সূর্য তরুণ
একাই একশ ওরা।
ইতিহাস জয়ী বীর মাতা তুমি
বীর জায়া বীর নারী।
এবার জাগাও, বীর বাঘিনী এবার বলো
অচেতন ঘুম আর নয়, বলো--
নতুন ভোরের দস্যি ছেলেরা ছুটে এসো রণসাজে
প্রমত্ত বীর বিক্রম আর গর্বিত হুংকারে
বিতারিত করো মানুষ রুপী
লোভাতুর যত নরখাদকের দল।
আপন ভূমির শাশ্বত সোনারঙে
নিজেকে সাজাও
দাঁড়াও এবার জগতজয়ী বিশ্বময়ীর বেসে।
ওরা হিংস্রদানব রক্ত লোলুপ, কিছু এসে যায়?
বিশ্বমাতা বীর ললনা -অযুত নিযুত লক্ষ কোটি
বিশ্বজয়ী সন্তান তোমার -, দেখো-
লুটায় তোমার পায়ে।
আরো একবার গর্জে ওঠো
পাড় ভাংগা ঢেউ প্রমত্ত জল সাইক্লোন আর
জলোচ্ছ্বাসের মত। যেন প্রতি পদতলে
লুটায় পাহাড় আকাশ ছোঁয়া, দূর্বৃত্তের
মাথা ভাংগা তলোয়ার।
অজর তোমার গর্বিত ইতিহাস, সাথে নিয়ে চলো
আগামীর পথে।
যে পথে জোছনা,চাঁদ ঝরা পথ
বিন্যাসী সুখ ফসলী মাঠের নিরলস জয়াকার,
কল্যাণকামী জলসম্ভার - ;
রক্তস্রোতী আর্তনাদের--,
রক্তক্ষতের কোন হাহাকার নেই।
মংগলকামী তোমার প্রহরী দেশপ্রেমী সন্তান
ওরা বীর, ওরা শ্রেষ্ঠ মানব
যুদ্ধজয়ী দস্যি ছেলের দল
ওরা পদতলে রাখে জ্বলন্ত দাবানল
দুহাতে পতাকা জন্মভূমির
দুচোখে আকাশ অবাধ নীলের
চির জাগ্রত স্বদেশ প্রেমের দীপ্ত অংগীকার।