ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার প্রতিপাদকে সামনে রেখে জাতীয় সড়ক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ'র খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা'র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খর্নিয়া হাইও পুলিশের সহযোগিতায় সড়কে শৃংখলা ফেরাতে ডুমুরিয়ার চুকনাগর বাসস্ট্যান্ড চত্ত্বরে ট্রাফিক ক্যাম্পেইন এবং লিফলেট বিতরণ করা হয়।
১লা অক্টোবর সকাল ১১টায় খুলনা- সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাস স্ট্যান্ড চত্বরে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং ডুমুরিয়া উপজেলা জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শাহাজান জমাদ্দারের সঞ্চালনায় খর্নিয়া হাইওয়ে পুলিশের সহযোগিতায় ট্রাফিক ক্যাম্পেইন এবং জন সচেতন মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের চলাচলত পরিবহন শ্রমিক, পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়। এবং সড়কে চলাচলরত ফিটনেস বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে খর্নিয়া হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। সচেতনতা মুলক ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন, খর্নিয়া হাইওয়ে পুলিশের ওসি ফজলুল করিম, উপ পুলিশ পরিদর্শক মুন্সি পারভেজ হাওলাদার, শিমুল মণ্ডল সহ সঙ্গীও ফোর্স,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ,কার্যকরী সদস্য,এম এম জলিল,জাহিদুর রহমান সোহেল,বলরাম রায়,পিন্টু,আঃ কুদ্দুস সরদার শাহারূজ্জামান সবুজ, আব্দুর রহমান বেপারী,এম এ জলিল সহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।