মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

পাইকগাছাতে পুজা উপলক্ষে সুরের মূর্চ্ছণায় অংকিতা ও ব্রতী

  • ্এইচ,এম,শফিউল ইসলাম
  • ২০২৪-০৯-২২ ২০:৩৪:১৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

দক্ষিণ খুলনার প্রাচীন সভ্যতার তীর্থভুমি এবং হিন্দু অধ্যেশিত  কপিল দেব বারুণীর ভিটায় শারদীয়া  দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি মুলক যাত্রা নাটক গানের  প্রতিযোগিতা শুরু হয়েছে। এ উপলক্ষে পাইকগাছার কপিলমুনিতে সুরের মূর্চ্ছনায়  দুরান্ত পারফর্ম করে  চলেছেন এলাকার উঠতি গায়ক গায়িকারা। তারা এবার পুজায় নতুন নতুন গান গাইতে কপিলমুনির বিভিন্ন পুজার মঞ্চে স্টেজ শো করতে  স্কুল কলেজ ছাত্রী অংকিতা ও ব্রতি,সাগর সিংহ,মানিকলাল সিংহরা ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আসন্ন পুজা উপলক্ষে পাইকগাছার সকল মন্দিরে  ৫ দিন চলবে সুরের মুর্চ্ছণা বলে জানান নাছিরপুর সিংহ বাড়ী দুর্গা মন্দির কমিটি। গানের প্রস্তুতির ব্যপারে  সঙ্গীত শিল্পী অংকিতার পিতা মনি শংকর বলেন আমার এক মাত্র মেয়ে অংকিতা সে কপিলমুনি কলেজে  পড়াশুনা করে। তার প্রতিভা দেখে গানের স্কুলে ভর্তি করেছি সেই ছোট্র বেলা হতে এবং সে ভাল করছে সব ধরণের গান বলে শিক্ষক দিপংকর দত্ত জানান। আরেক গানের শিল্পী ব্রতীর পিতা ব্রজেন মাষ্টার জানান জানান শখের বশে স্কুলে ব্রতী গান গায়। সে ছোট্র বেলা হতে গানের প্রতি আগ্র থাকায় তাকে গানের শিল্পী তৈরি করতে চেষ্টা করছি। তার গলায় সুর আছে বলে ক্লাছিক ধর্মীও গান সহ সব ধরণের স্টেজ পারফর্ম করতে পারে।  অংকিতা ও ব্রতীর বিষয় কপিলমুনি সংগীত একাডেমির পরিচালক মানিক লাল সিংহ জানান  তারা স্কুল কলেজ ছাত্রী হলেও সব ধরণের গান গেতে পারে,তাদেরকে তামিল দিলে তারা দেশের সুনাম বয়ে আনবে বলে মনে করি।  


 


এ জাতীয় আরো খবর