আষাঢ়ের কোনো এক প্রত্যুষে
এসেছিল মানবশিশু পৃথিবীর সকাশে।
জন্মে তার ছিল না পাপ
পাপবিদ্ধ হল দিনশেষে।
সে এক আষাঢ়ের কদম শোভা
কখনও ফুলদানিতে, কখনওবা
ক্ষণিক খোঁপায় মনোলোভা,
কখনও ছুঁড়ে ফেলা অবশেষে!
তবু বলি, এসো বরষা, জাগাও ভরসা
আজি করো বর্ষা-উদযাপন,
বাদল ছোঁয়ায় যদি আসে কাঁপন
করো না বারণ, দুহাতে করো ধারণ
ভালবাসার আবেশে
শুভ কামনায় উদযাপন
আষাঢ়ের চব্বিশে!!