সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

মো শা হে দ চৌ ধু রী

  • দূরের আকাশ দেবো পাড়ি
  • ২০২৪-০৭-০৮ ১৪:১৩:২৬

তোমায় নিয়ে হারাবো আজ অনেক অনেক দূরে
খুঁজে তো কেউ পাবে নাকো থাকবো অচিন পুরে।। 

দূরের আকাশ দেবো পাড়ি
মেঘ পাহাড়ও যাবো ছাড়ি 
গাইবো যে গান মুক্ত-স্বাধীন দরদ মাখা সুরে।।

মেঘের সাথে করবো খেলা
আনন্দে রোজ কাটবে বেলা
মনের সুখে সপ্ত আকাশ দেখবো ঘুরে ঘুরে।। 

তারার ফুলে গেঁথে মালা
গলায় তুমি পরবে বালা
জোছনা আলা করবে খেলা সারা আকাশ জুড়ে।। 


এ জাতীয় আরো খবর