চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনায়নকৃত বিদেশী বিভিন্ন ব্রান্ডের ১৫৬টি স্মার্ট মোবাইল ফোনসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল-- শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর বাবুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও কানসাট গোপালনগর মোড় এলাকার রহিম টেলিকমের স্বত্বাধিকারী আব্দুর রহিম(৩০) ও তার সহযোগী অপ্রাপ্তবয়স্ক অপর একজন (১৭)।
রবিবার(২৬মে) বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত শনিবার(২৫মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অভিযানকালে গ্রেপ্তার দু’জনের হেফাজতে থাকা এবং তাদেরই বের করে দেয়া ১৫৬টি ফোন ওই দোকান থেকে জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এিসআই) আসগার আলী বলেন, ফোনগুলো ভারতীয় চোরাই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রবিবার শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আসামীদের রবিবার বিকালে আধালতে পাঠানো হয়েছে।