গাজাজুড়ে হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। গেলো দিনে ইসরাইলের হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। মধ্য গাজার জেইতুনেও তৎপরতা বাড়িয়েছে ইসরাইল।
গাজার দক্ষিণের রাফা শহরে অভিযান চালাচ্ছে ইসরাইল। রাফাতে দুটি পৃথক হামলায় ১৫ জন নিহত হয়েছে। শহরের আরও কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী।
ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের মধ্য রাফা এলাকার বাসিন্দাদের সেখান থেকে উত্তর-পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে। এরমধ্য দিয়ে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল ইসরাইল।
এরআগে পূর্ব রাফা শহর থেকে ইসরাইল লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর তিন লাখ মানুষ রাফা ছেড়ে আল-মাওয়াসির মানবিক এলাকায় চলে গেছে।
দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের পক্ষ থেকে রাফার লোকজনকে যেখানে পাঠানো হচ্ছে, সেখানকার পরিস্থিতি ভয়াবহ। সেখানে কাজ করা মানবিক সহায়তাকর্মীরা বলেছেন, উপকূলীয় এলাকা ও উত্তর-পূর্বের যেখানে লোকজনকে সরে যেতে বলা হচ্ছে, সেখানকার পরিস্থিতি মানবেতর।
সমালোচকরা বলছেন, ইসরাইলের হামলায় রাফায় আরও লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়বে। রাফার মধ্যাঞ্চলে স্থল অভিযানের ফলে আরও ধ্বংসযজ্ঞ দেখা যাবে। এভাবে পুরো শহরে এগিয়ে যাবে ইসরাইলি বাহিনী।