ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশব্যাপী জিপি সেন্টার ডাক্তারখানার ১৭৮তম শাখার উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় খানজাহান আলী থানার শিরোমণি বৈশাখী সুপার মার্কেটের নিচতলায় ফিতা কেটে এ শাখার শুভ উদ্বোধন করেন কুয়েটের মেডিকেল অফিসার ডাক্তার মো. আব্দুর রহিম।
প্রান্তিক জনগোষ্ঠী এবং সুবিধা বঞ্চিত মানুষকে সঠিক ও সুচিকিৎসা প্রদানে ‘‘ সঠিক সময়ে সঠিক চিকিৎসায় আমরা আছি আপনাদের আস্থায়’’ এই স্লোগানে আধুনিক প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা সেবা প্রদানে দৃঢ় প্রত্যয় নিয়ে শিরোমণিতে যাত্রা শুরু করলো জিপি সেন্টার ডাক্তারখানার। উদ্বোধন অনুষ্ঠানে কুয়েটের এ্যনার্জি সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসান আলী, আইইবি খুলনা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, খুলনা সিপিইয়ার্ডের উপ-প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান তারেক, কুয়েটের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী হুসাইন মোহাম্মাদ এরশাদ, কুয়েটের মেডিকেল অফিসার ডা. কামাল উদ্দিন, কুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিক্যাল অফিসার প্রকৌশলী আশিকুর রহমান নয়ন, কুয়েটের সহকারি রেজিস্ট্রার মো. ওমর ফারুক মিন্টু, সহকারী প্রোগ্রামার ওমর ফারুক, প্রকৌশলী তুষার, ব্যাংকার সাজিদ আহমেদ রাজু, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদার, ক্রিড়া সম্পাদক মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান।
উল্লেখ্য এই ডাক্তারখানা সেন্টারের মাধ্যমে মেডিসিন, সার্জাারি, গাইনী, শিশু সহ সকল প্রকার রোগের বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগ নির্ণয় করে ব্যবস্থা গ্রহণ করা হয়।