বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

দ্য হোয়াইট হোল রোবোটিক্স ক্লাবের উদ্বোধন

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০২-১৫ ১০:১০:৪১

উদ্ভাবন ও সহযোগিতা প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে 'দ্য হোয়াইট হোল রোবটিক্স ক্লাব'।  মঙ্গলবার চট্টগ্রামের  ইস্ট নাসিরাবাদ সিডিএ এভিনিউতে অনুষ্ঠিত হলো হোয়াইট হোল রোবটিক্স ক্লাবের জমকালো  উদ্বোধনী অনুষ্ঠান।  পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিলো  সমবেত কণ্ঠে  জাতীয় সংগীত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ক্লাবের প্রধান উপদেষ্টা, বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসীম উদ্দিন খান। 
প্রধান অতিথি প্রফেসর মো. জসীম উদ্দিন খান
রোবটিক্সের গুরুত্ব এবং ক্লাবটির উন্নত প্রযুক্তিগত উন্নতির সম্ভাবনার কথা তুলে ধরেন।
ক্লাবের প্রেসিডেন্ট তানভীরের উদ্বোধনী ভাষণে তিনি ক্লাবটির আগামীর পথ চলা নিয়ে উৎসাহ প্রকাশ করেন। তিনি ক্লাবের রোবটিক্সপ্রেমীদের জন্য একটি মাধ্যম প্রদানে, প্রচারণা সংগঠনে এবং রোবটিক্স অলিম্পিয়াড আয়োজনের প্রতি ক্লাবের প্রতিশ্রুতির কথা  উল্লেখ করেছেন।
ভাইস প্রেসিডেন্ট মুবাশ্বিরা রওনক কবির ক্লাবের ভবিষ্যৎ লক্ষ্য এবং রোবটিক্স কমিউনিটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।  
পরে  প্রফেসর মো. জসিম উদ্দিন খানকে প্রজ্ঞা এবং কৌশলগত উপদেষ্টা,  সৈয়দ শারফুদ্দিন ইশতিয়াককে যোগাযোগ সম্পর্কিত উপদেষ্টা, রনি মিত্রকে সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।


এ জাতীয় আরো খবর