অস্ট্রেলিয়ার কাছে ছোটদের বিশ্বকাপে ৭৯ রানে হেরেছে ভারত। গতবছর ওয়ানডে বিষ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলো ভারত। এবছর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে আবারও মুখোমুখি হয়েছিলো দু’দল। ভারতের সামনে ছিলো বড়দের হারের বদলা নেয়ার সুযোগ। তাঁরা তাদের কাজ ঠিকভাবে সম্পন্ন করতে না পারলেও, অস্ট্রেলিয়া বড় ভাইদের দেখানো পথ হেটে শিরোপা জয় করে নিলো।
অস্ট্রেলিয়ার করা ২৫৩ রানের জবাবে ভারতের ইনিংস ১৭৪ রানেই গুটিয়ে যায়। টসে জিতে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। শুরুতেই ওপেনার স্যাম কন্সটারকে হারায় দলটি। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার হ্যারি ডিক্সন। তাকে যোগ্য সঙ্গ দেয় অজি অধিনায়ক হিউজ ওয়েবগ্যান।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এ দু’জন দলকে এগিয়ে নিয়ে যান। এরপর দু’জনেই ভারতীয় বোলার তেওয়ারির শিকার হন। এর আগে হ্যারি ৫৬ বলে ৪২ রান করেন। অন্যদিকে হিউজ ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। ৬৬ বলে ৪৮ রান করেন তিনি।
দলের ইনিংস মেরামতে এরপর হাল ধরেন মিডল অর্ডারের হরজশ সিং। ক্লাসিক শটে অস্ট্রেলিয়ার স্কোরে ৬৪ বলে ৫৫ রান যোগ করেন।
শেষ দিকে অলিভার পার্ক ৪৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে স্ট্রেকার ১৩ বলে ৮ রান করেন।
ভারতের বোলাররা অস্ট্রেলিয়ার ৭ উইকেট নিতে পেরেছিলেন। এরমধ্যে সর্বাধিক উইকেট পেয়েছেন রাজ লিম্বানী। দশ ওভার বোলিং করে তিনটি উইকেট শিকার করেন। আরেক বোলার নোমান তিওয়ারি দুটি উইকেট পেয়েছেন। শামি পান্ডে এবং মুশের খান একটি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ওপেনার আরশিন কুলকারনি ৬ বল মোকাবেলা করে ৩ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর ইনিংস মেরামতে নজর দেন আরেক ওপেনার আদর্শ সিং এবং ওয়ান ডাউনে নামা মুশের খান। আদর্শ ভারতের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন। অন্যদিকে মুশের খান ২২ রান করে আউট হন।