নৌকা প্রতিকের পক্ষে শিরোমণি হুগলী বিস্কুট কোম্পানীর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ
- শেখ বদর উদ্দীন ঃ
-
২০২৩-১২-৩১ ০০:০২:০৮
- Print
খুলনা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নারায়ন চন্দ্র চন্দের নৌকার পক্ষে শিরোমণি হুগলী বিস্কুট কোম্পানী শ্রমিক নেতা কাজী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গতকাল শনিবার বিকালে ৪টায় শিরোমণি ৭নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান নৌকা প্রতীকে প্রদানের আহবান জানান। গণসংযোগ ও লিফলেট বিতরণে তার সাথে তরু, হালিমা, কাজল, লিপি, সাগরিকা, ফাতেমা. জোহরা, বিলকস. রেজাউল, ফরহাদ, তুহিন, পিয়া, আকলিমা, কাজী মোস্তাফিজুর রহমান, মুক্তার,লাইজু, শরিফুল, শহিদুল, কাজী তুহিন, জাকিরসহ হুগলী বিস্কুট কোম্পানীর শ্রমিকরা উপস্থিত ছিলেন।