রবিবার, মার্চ ১৬, ২০২৫

আজ থেকে সারাদেশে তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-৩১ ১০:১১:১৬

বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে আজ থেকে সারাদেশে তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এই তিনদিনে রেলপথ, নৌপথ, রাজপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেয় দলটি। 
তবে, সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করতে দেখা গেছে। নির্দিষ্ট সময়ে ছেড়েছে ট্রেন। দক্ষিণাঞ্চলে চলাচল করছে লঞ্চ। অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে প্রশাসন। 
অবরোধের সময় দেশের সব মহাসড়কে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার রাতেই বিজিবির ওই টহল শুরু হয়েছে। এ ছাড়া পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।


এ জাতীয় আরো খবর