সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বৈধ আমদানী পণ্যের আড়ালে চোরচালান চেষ্টা বন্ধে পদক্ষেপের দাবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৯ ১৯:২০:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পথে আমদানীকৃত  পাথরসহ বিভিন্ন বৈধ পণ্যের আড়ালে অবৈধ মোবাইল ফোন,ফেনসিসডিল সহ বিভিন্ন চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য প্রবেশ চেষ্টা বন্ধে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সোমবার(২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্যাডে চেম্বার জেষ্ঠ্য সহ-সভাপতি খাইরুল ইসলাম,সোানামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রæপ সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট  এসোসিয়েশন  সাধারণ সম্পাদক রুহুল আমীন স্বাক্ষরিত এক  যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনামসজিদ বন্দর থেকে সরকার বছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব পায়। এই বন্দরে সারাদেশের আমাদানী ও রপ্তানীকারকেরা ব্যবসা করেন। কিন্তু সীমান্তের দুইপারে অর্থাৎ সোনামসজিদ ও বিপরীতে ভারতের মহদিপুর বন্দরে একটি চোরাচালান সিন্ডিকেট চক্র গড়ে  উঠেছে। তারা এক শ্রেণীর ভারতীয় ট্রাক চালকের যোগসাজসে চোরাচালানের চেষ্টা করছে। যার কারণে স্থলবন্দরে জড়িত ব্যবসায়ীদের সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং ব্যবসাযিক ক্ষতি হচ্ছে। অবিলম্বে এসব চোরাচালানিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি, কাস্টমসসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের  প্রতি দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ব্যবসায়ীদের দাবির বিষয়টি অবগত হয়েছি। তাঁদের অভিযোগ আমলে নিয়ে  চোরাচালান বন্ধে সীমান্তে বিজিবি আরও কঠোর নজরদারি শুরু করবে।


এ জাতীয় আরো খবর