শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

শুভ জন্মদিন রহিমা সুলতানা রোজী

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১৫ ১৯:৪০:১৯

গুণী নারীব্যক্তিত্ব রহিমা সুলতানা রোজীর জন্মদিন আজ। 
জন্ম ১৫ এপ্রিলের এমনই কোনো শুভক্ষণে যশোরের এক বনেদি পরিবারে। 
পেশাগত জীবনে তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার। 
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিতা রোজী ব্যবহারিক জীবনে অত্যন্ত বিনয়ী, সদালাপী এবং নানান গুণে গুণান্বিতা হিসেবে কর্মক্ষেত্রসহ সূধী সমাজে যথেষ্ট সমাদৃত। মানুষকে বিচার করেন যিনি মানুষ হিসেবেই।
তাঁর আগামি দিনগুলো হোক আরও সুন্দর আরও দেদীপ্যমান। 
আজকের এই বিশেষ দিনটিতে নিরহংকার ও মানবিকবোধসম্পন্ন এই যশোর কন্যার জন্য রইল শুভ কামনা। 
 


এ জাতীয় আরো খবর